বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সমুদ্র পথে হজে গেলে খরচ ৪০ শতাংশ কমে যাবে: ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি,নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪ ১১:১৬

আপডেট: ১২ অক্টোবর, ২০২৪ ১১:১৭

শেয়ার

সমুদ্র পথে হজে গেলে খরচ ৪০ শতাংশ কমে যাবে: ধর্ম উপদেষ্টা
আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

হজ পালনে সমুদ্র পথে জাহাজে হাজিদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম লাগবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘সৌদি হজ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সমুদ্র পথে হাজি পাঠাতে প্রস্তাব দিলে তারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। হাজিদের পাঠানোর ক্ষেত্রে বড় চার্টার শিপ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের ঋণ দেয় তাহলে আমরা এটা করতে পারবো।’

শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জামিআ আরাবিয়া দারুন উলুম মাদ্রাসায় ইসলামী সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এ সময় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘সরকার হজ্ব প্যাকেজ কমানোর যথাসাধ্য চেষ্টা করছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ভাড়া কমানোর বিষয়ে বিমান কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মতি দিয়েছে। অচিরেই সমুদ্র বন্দর কর্তৃপক্ষ ও শিপিং কোম্পানির সঙ্গেও আলোচনা করা হবে। তাই আমরা আশা করছি হজ প্যাকেজ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে পারবো।’