বুধবার

৪ ডিসেম্বর, ২০২৪
২০ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা

টঙ্গী গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১৬:২২

শেয়ার

টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা
টঙ্গীতে জোড় ইজতেমা শুরু। ছবি: বাংলা এডিশন

প্রতি বছরের ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমাকে সামনে রেখে এ বছর শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

শুক্রবার ফজরের পর ময়দানের টিনশেড মসজিদে আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোড় ইজতেমার কার্যক্রম শুরু হয়। আগামী (৩ ডিসেম্বর ২০২৪) দোয়ার মাধ্যমে এ জোড় ইজতেমা শেষ হবে। শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে  শুরায়ী নেজামের অধীনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে তা শেষ হবে।  বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ, বাদ জুমা বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর বয়ান করবেন মাওলানা ওমর ফারুক ও বাদ মাগরিবের পরে কারগুজারী আমল হবে।

প্রতিবছর ইজতেমার আগে প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলিগের সাথী ভাইরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের দিক নির্দেশনা গ্রহণের সুযোগ লাভ করেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা উপস্থিত হন।

উল্লেখ্য, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।