বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

একই মঞ্চে বয়ান দেবেন আজহারী-আহমাদুল্লাহ; মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১৮:৩৪

শেয়ার

একই মঞ্চে বয়ান দেবেন আজহারী-আহমাদুল্লাহ; মানুষের ঢল
কোলাজ: বাংলা এডিশন

আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার মাহফিলের সমাপনী দিন। এদিন যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে বয়ান দেবেন বিশিষ্ট ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী ও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহ দুজনই রাতের সেশনে অংশ নেবেন। তবে তাদের বয়ানে উপস্থিত হতে আগে থেকেই দিনব্যাপী মানুষের ঢল দেখা গেছে।

বুধবার থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয়। মাহফিলের প্রথম দিন বুধবার আলোচনা করেছেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হাজমা। আজ শেষ দিন শুক্রবার সন্ধ্যায় আলোচনা করবেন শায়খ আহমাদুল্লাহ। বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।

আয়োজক কমিটির সদস্য আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পাবলিক রিলেশন কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন, তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মাহফিলে ৭ থেকে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন তারা।

তিনি আরও জানান, আদ-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ বিঘা জমিজুড়ে মাহফিলের জন্য মাঠ প্রস্তুত করেছে। মাহফিলের ময়দানে প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে চারটি গেট। রয়েছে এলইডি স্ক্রিনের ব্যবস্থা। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এ এলইডি স্কিন বসানো হয়েছে। এ ছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে।

banner close
banner close