টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ব ইজতেমার ময়দানে এই মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার ময়দানে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত ইয়াকুব আলী হবিগঞ্জ জেলার বাহুবল থানার মৃত নওয়াব উল্লাহর ছেলে।
শুক্রবার সারাদিনে আব্দুল কুদ্দুস গাজী ও ছাবেত আলী নামে দুইজন মুসল্লি মৃত্যুবরণ করেন।
ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা আহমাদ লাট সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম এ আয়োজন। এরপর সারাদিন খিত্তায় খিত্তায় দীনি আলোচনা, দিনভর কোরআন ও হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আরও পড়ুন: