গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ধাপ।
এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এ ছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু।
৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামী আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপ শেষ হবে।
এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
মাওলানা সাদ আহমাদ কান্ধলভির অনুসারীদের ওই পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি রোববার।
গতকাল রোববার গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা।
শুরায়ে নেজামের অনুসারীদের আখেরি মোনাজাত বা সমাপনী দোয়ায় মহান রাব্বুল আলামিনের কাছে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়।
আরও পড়ুন: