বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫২

শেয়ার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ
ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুধবার দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিটের সময় শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের তাবলীগ জামায়েতের মুরুব্বি মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘বুধবার বাদ ফজর ভারতের ব্যাঙ্গালোরর তাবলীগের শীর্ষ মুরুব্বি ফারুক সাহেবের বয়ানের মধ্য দিয়ে শেষ দিনে কার্যক্রম শুরু হয়। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মুফতি আমানুল হক।’

তিনি আরও বলেন, ‘এরপর হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এ বয়ানের পরে নসিয়ত মূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা, তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা জুবায়ের।’

এদিকে দুপুর ১২টা ৮ মিনিটে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিট পর্যন্ত চলে। আখেরি মোজানাতে বিশ্ব শান্তি, ঐক্য কামনা করা হয়।

banner close
banner close