শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৪ শা’বান, ১৪৪৬

আজহারীর মাহফিলে ২ লাখ মানুষের একসঙ্গে জোহরের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১৭

শেয়ার

আজহারীর মাহফিলে ২ লাখ মানুষের একসঙ্গে জোহরের নামাজ আদায়
ছবি: সংগৃহীত

ড. মিজানুর রহমান আজহারীর মাহাফিলে এসে ২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করলেন।

শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জর গিফারী।

আয়োজকরা জানান, যেখানে মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন ৪০ বিঘা। ধারণ ক্ষমতা ৩ লাখ মানুষ। মাঠের পাশে আগে থেকেই ওজু, পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই তায়াইম্মুমের মাধ্যমে ওজু করে নামাজ আদায় করেন। তবে মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে।

এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটিই প্রথম বলে জানিয়েছেন আয়োজকরা।