শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:০৫

শেয়ার

শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে দেশের সব নাগরিককে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন শাবান মাসের ২৯তম দিন থাকবে।

বুধবার আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্যা হারামাইন।

যদি কেউ খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তাকে নিকটস্থ কোর্টে গিয়ে স্বাক্ষ্য রেকর্ড করতে অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া নিকটস্থ কোর্টে যাওয়ার জন্য সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে যেতেও আহ্বান জানানো হয়েছে।

এদিকে আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।