শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

মালয়েশিয়াতেও দেখা যায়নি রমজানের চাঁদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:২০

শেয়ার

মালয়েশিয়াতেও দেখা যায়নি রমজানের চাঁদ
মালয়েশিয়াতেও দেখা যায়নি রমজানের চাঁদ।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেখা যায়নি রমজানের চাঁদ। ফলে দেশটিতে পবিত্র এ মাসটি শুরু হবে আগামী ২ মার্চ থেকে। কাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন।

এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুর ঘোষণা দেয়, তাদের দেশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় ২ মার্চ থেকে মহিমান্বিত এ মাস শুরু হবে। তবে অস্ট্রেলিয়ায় কাল শনিবার থেকেই রজমান শুরু হতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দেয়।

মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন। এর আগে দেশটির ২৯টি জায়গায় ধর্মীয় নেতারা চাঁদ অনুসন্ধানের জন্য জড়ো হন। কিন্তু কেউই খালি চোখে চাঁদ দেখতে পাননি। মালয়েশিয়া আগেই জানিয়েছিল, জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের সঙ্গে খালি চোখে চাঁদ দেখাকে রমজান শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হবে। যেহেতু খালি চোখে চাঁদ দেখা যায়নি, তাই দেশটিতে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

এশিয়ার এ দেশগুলো যখন চাঁদ না উঠার ঘোষণা দিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথমবার চাঁদ দেখার জন্য ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ড্রোনে যুক্ত থাকবে এআই প্রযুক্তি। বিশ্বে তারাই প্রথম রমজানের চাঁদ দেখার জন্য ড্রোন ব্যবহার করছে। অপরদিকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় দুরবীনসহ অন্যান্য যন্ত্রপাতি বসানো হয়েছে।