বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

বুধবার ২৫ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫ ১৯:৪১

শেয়ার

বুধবার ২৫ রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি
ছবি : সংগৃহীত

ঢাকা জেলার জন্য ২০২৫ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া হয়েছে। প্রতিদিনের সেহরির শেষ সময় ধীরে ধীরে কমতে থাকবে, এবং ইফতারের সময় সূর্যাস্তের সাথে মিল রেখে পরিবর্তিত হবে। রমজানের ২৫তম দিনে সেহরির শেষ সময় হবে ভোর ৪টা ৪০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।

এরপর প্রতিদিন ১-২ মিনিট করে সেহরির সময় এগিয়ে আসবে এবং ইফতারের সময় একটু করে পিছিয়ে যাবে। শেষদিকে ৩০ রমজান পর্যন্ত সেহরির শেষ সময় হবে ভোর ৪টা ৩৪ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

সেহরি ও ইফতারের এই সময়সূচি অনুসরণ করে রোজার ইবাদত যথাযথভাবে পালন করতে পারবেন। ঢাকা জেলার জন্য এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন বা স্থানীয় সময়ানুসারে নির্ধারিত হয়ে থাকে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজানের এই পবিত্র মাসে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি ইবাদত ও দান-খয়রাত করার আহ্বান জানানো হয়।

 

banner close
banner close