শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২২ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

কবে হতে পারে ঈদুল আজহা, জানাল আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৫ ১১:৫১

শেয়ার

কবে হতে পারে ঈদুল আজহা, জানাল আমিরাত
কবে হতে পারে ঈদুল আজহা।

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির অ্যাস্ট্রনোমি সোসাইটি। আশা করা হচ্ছে, জিলহজ মাসের চাঁদ আগামী ২৭ মে দেখা যাবে। তাই এই মাসের প্রথম দিন হবে ২৮ মে। সে অনুযায়ী ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

এর এক দিন পর— অর্থাৎ ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হয়। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার নিয়ত করেন হজরত ইব্রাহিম (আ.)।

যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নিদর্শন।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায়। সে হিসেবে যদি ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয়, তাহলে বাংলাদেশে পরদিন— অর্থাৎ আগামী ৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 

banner close
banner close