
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি।
আজ জুমার নামাজ থাকায় খতিবদের প্রতি মিজানুর রহমান আজহারি অনুরোধ জানিয়েছেন জুমার খুতবায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের যেনো উদ্ভুদ্ধ করা হয়।
শুক্রবার দেয়া একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ, আজকের জুমার খুতবায় মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।’
এদিকে মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা প্রকাশ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই।’
আরও পড়ুন: