রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২৩ শাওয়াল, ১৪৪৬

আলেম-ওলামারা সামাজিক শক্তির উৎস: খালিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ০৯:৫০

শেয়ার

আলেম-ওলামারা সামাজিক শক্তির উৎস: খালিদ হোসেন
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আলেম-ওলামারা হলেন সামাজিক শক্তির উৎস। মানুষ আলেম-ওলামাদের শ্রদ্ধা করে, পছন্দ করে। তাদের কথা মেনে চলে।

শনিবার চট্টগ্রামের হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘শিক্ষক কর্মশালা ও সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ মানুষ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না। শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের শিক্ষা দেয়া জাতিকে আল্লাহর অভিশাপ থেকে মুক্তি দেয়ার প্রয়াস। ২৬ হাজার মাদ্রাসা নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। ৪০ লাখ শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অন্তর প্রশিক্ষণ নিচ্ছে।’

হাটহাজারী নূরানী তালীমুল কুরআন বোর্ড-চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন, বোর্ডের মহাসচিব মওলানা মুফতি জসিমউদ্দিন, বোর্ডের অর্থসচিব মওলানা ওসমান ফয়জী, বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মওলানা মুফতি মুহাম্মদ আলী, বোর্ড এর সহ-সভাপতি মওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

 

banner close
banner close