
২০২৫ সালের হজ যাত্রার প্রথম দিনে দুপুর পর্যন্ত চারটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ১৬৫৪ জন হজযাত্রী। আজকের দিনেই আরও ছয়টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ২,৪৮২ জন মুসল্লি। সবমিলিয়ে প্রথম দিনে ঢাকা ছাড়ছেন মোট ৩,৬০৭ জন হজযাত্রী।
হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নেয়া নানা উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ায় যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমেছে।
হজ ক্যাম্পে সকাল থেকেই যাত্রীরা প্রস্তুতি নিতে দেখা গেছে। অভিজ্ঞ হজযাত্রীরা নতুনদের দিচ্ছেন পরামর্শ, সতর্ক করছেন প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে। ফ্লাইটের সময় হয়ে যাওয়া যাত্রীরা ইমিগ্রেশনের কাজ শেষ করে অপেক্ষা করছেন উড়াল দেয়ার।
অন্যদিকে, যারা পরবর্তী ফ্লাইটে যাবেন তারা কেউ কোরআন তেলাওয়াত করছেন, আবার কেউ দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য।
চলতি বছর হজ পালনে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। হজ অফিস জানিয়েছে, ধাপে ধাপে বাকি যাত্রীদেরও ফ্লাইট নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: