শিশুদের অনেকেই এখন নিয়মিত স্মার্টফোন ব্যবহার করে থাকে। কিন্তু এতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আর তাই ১১ বছর বয়সের আগে শিশুদের স্মার্টফোন না দেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ মোবাইল ফোন অপারেটর ‘ইই’।
১১ বছরের কম বয়সী শিশুদের স্মার্টফোনের বদলে ফিচার ফোন অর্থাৎ শুধু কল করা বা বার্তা আদান-প্রদানের উপযোগী ফোন দেয়া যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এবারই প্রথম ব্রিটেনের কোনো মোবাইল অপারেটর অভিভাবকদের এ ধরনের পরামর্শ দিল। খবর দ্য গার্ডিয়ানের।
ইইয়ের সুপারিশে বলা হয়েছে, ১১ বছরের কম বয়সী শিশুদের ফিচার ফোন ব্যবহার করতে দেওয়া যায়, যা দিয়ে শিশুরা শুধু টেক্সট ও কল করতে পারবে। এসব ফোন সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট ব্যবহার কমাতে পারে। ১১ থেকে ১৩ বছর বয়সী শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময় প্যারেন্টাল লক বা অভিভাবকের নিয়ন্ত্রণ থাকতে হবে। গুগল ফ্যামিলি লিংক বা অ্যাপল ফ্যামিলি শেয়ারিংয়ের মতো অ্যাপের মাধ্যমে শিশুদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করা যেতে পারে।
আরও পড়ুন: