বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের নতুন তথ্য দিলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৪৭

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৫

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের নতুন তথ্য দিলো মন্ত্রণালয়
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত ও ২৫ হাজার মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিককদের এ তথ্য জানান তিনি।

হেলাল উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছাত্র জনতার আন্দোলনকালে ৭০৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৫ হাজার জন।’
 
তিনি বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনকালে আহতদের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে চীন থেকে একটি মেডি্ক্যাল টিম বাংলাদেশে এসেছে। এরই মধ্যে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে আহত রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরমধ্যে চোখের সমস্যা, স্নায়ু রোগ, পঙ্গু হয়ে যাওয়া রোগীদেরকে সরেজমিন দেখেছেন।’
 
তিনি আরও বলেন, ‘এই টিম দেশে ফিরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই রোগীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’

তিনি জানান ২৩ সেপ্টেম্বর থেকে চীনের টিমটি পাঁচটি হাসপাতালে ১৬০ জন রোগী দেখেছেন। এসময় তারা ১০৫ জন গুরুতর রোগীর রিপোর্ট পর্যবেক্ষণ করেছেন।