সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৫ শা’বান, ১৪৪৬

মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট পাঠাল জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট পাঠাল জাপান
ছবি: সংগৃহীত

জাপানের জাতীয় মহাকাশ সংস্থা ‘জাক্সা’ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে একটি নতুন নেভিগেশন স্যাটেলাইট। উন্নত এইচ৩ (এইচ থ্রি) রকেটের মাধ্যমে পাঠানো এই স্যাটেলাইটটি জাপানের জন্য আরও সঠিক এবং উন্নত পজিশনিং সিস্টেম নিশ্চিত করবে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা এইচ৩ রকেটটি রবিবার মিচিবিকি ৬ স্যাটেলাইটটি মহাকাশে পাঠিয়েছে।

জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) এইচ৩ প্রকল্পের ব্যবস্থাপক মাকোতা আরিতা বলেন, ‘সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং উৎক্ষেপণের প্রায় ২৯ মিনিট পর পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইটটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়েছে।’ স্যাটেলাইটটি আনুমানিক দু’সপ্তাহের মধ্যে এর নির্ধারিত ভূ-স্থানিক (জিওস্প্যাশিয়াল) কক্ষপথে পৌঁছাবে বলে জানিয়েছেন জাক্সার কর্মকর্তারা। 

বর্তমানে জাপানের কোয়াসি-জেনিথ স্যাটেলাইট সিস্টেমে (কিউজেডএসএস) চারটি স্যাটেলাইট রয়েছে যেগুলো আঞ্চলিক নেভিগেশন সিস্টেমের অংশ। এই আঞ্চলিক নেভিগেশন সিস্টেমটি ২০১৮ সালে চালু করা হয়। মিচিবিকি ৬ স্যাটেলাইটটি তাঁদের আঞ্চলিক নেভেগেশন নেটওয়ার্কে পঞ্চম সংযোজন হতে যাচ্ছে।