
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিভিত্তিক আলাদা একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মেটা। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র দেওয়া তথ্য অনুযায়ী, মেটা এআই টুলটিকেই এবার স্বতন্ত্র অ্যাপ আকারে নিয়ে আসতে চাইছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। চলতি বছরের দ্বিতীয়ার্ধেই দেখা যেতে পারে ‘মেটা এআই’ অ্যাপ।
উল্লেখ্য, জাকারবার্গের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে মেটা এআই-কে সবচেয়ে জনপ্রিয় এআই অ্যাসিসট্যান্ট করে তোলা। বর্তমানে মেটা এআই টুলটি ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সমন্বিত আছে। কিন্তু এবারে আলাদা অ্যাপ হিসেবে এই এআই টুলটিকে তুলে ধরতে চায় মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
জানুয়ারি’তে অনুষ্ঠিত মেটার চতুর্থ কোয়ার্টারের আর্থিক ফলাফল প্রকাশের অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, ‘এই বছর একটি অত্যন্ত বুদ্ধিমান ও পার্সোনালাইজড এআই অ্যাসিসট্যান্ট ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং আমি আশা করি মেটা এআই হবে শীর্ষ এআই অ্যাসিসট্যান্ট।’ সার্বিকভাবে জাকারবার্গ চাইছে, চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও এক্সএআই’র গ্রোকের সাথে প্রতিযোগীতা করে এআই’র বাজারে শীর্ষস্থানে অবস্থান করা।
তবে টুল হিসেবে ‘মেটা এআই’ আশানুরূপ জনপ্রিয়তা পায়নি মেটার প্ল্যাটফর্মগুলোতে। ডিফল্ট সার্চ বার হিসেবে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আসার পর অনেক ব্যবহারকারীই ফিচারটিকে বন্ধ করতে না পেরে বিরক্তি প্রকাশ করেছেন। তাতে অবশ্য দমবার পাত্র নন জাকারবার্গ। তিনি এবার স্বতন্ত্র অ্যাপ হিসেবে মেটা এআই’কে নিয়ে আসার পরিকল্পনা করছেন।
‘মেটা এআই’ অ্যাপ হিসেবে আসতে পারে, এমন সম্ভাবনার প্রেক্ষাপটে ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান বিষয়টি নিয়ে বেশ তির্যক মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সিএনবিসি’র প্রতিবেদনটি রিপোস্ট করে অল্টম্যান লিখেছেন, ‘ঠিক আছে, আমরা হয়তো একটি সোশ্যাল অ্যাপ নিয়ে আসব।’ বিদ্রুপের সুরে তিনি বলেন যে, মেটা যদি এআই অ্যাসিসট্যান্টের বাজারে ওপেনএআই’র প্রতিদ্বন্দ্বী হয় তবে তাঁরাও হয়তো সোশ্যাল মিডিয়ার বাজারে মেটার সাথে প্রতিযোগীতায় অবতীর্ণ হবে।
উল্লেখ্য, ওপেনএআই’র তৈরি চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট। গুগল জেমিনি’র জনপ্রিয়তাও আকাশছোঁয়া। এবার তাঁদের জনপ্রিয়তায় ভাগ বসাতেই ‘মেটা এআই’ অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা করছে জাকারবার্গের প্রতিষ্ঠান।
আরও পড়ুন: