বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

এআই ইকোসিস্টেমের যেসব পণ্য দেখাল টেকনো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ২২:১৯

শেয়ার

এআই ইকোসিস্টেমের যেসব পণ্য দেখাল টেকনো
মোবাইল কংগ্রেসে এআই ইকোসিস্টেমের পণ্য নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি। ছবি: টেকনো

স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫-এ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে হাজির হয় টেকনো। এখানে টেকনো তাদের এআই ইকোসিস্টেম থেকে বিভিন্ন উদ্ভাবনী ও অত্যাধুনিক পণ্য প্রদর্শন করে। যার মধ্যে রয়েছে ক্যামন স্মার্টফোন সিরিজ, স্পার্ক স্লিম, ফ্যান্টম আল্টিমেট ২ ট্রাই-ফোল্ড, টেকনো এআই গ্লাসেস প্রো ও মেগাবুক এস১৪।

আয়োজনে বিশ্বের সবচেয়ে হালকা ১৪ ইঞ্চি ওএলইডি ল্যাপটপ মেগাবুক এস১৪ উন্মোচন করে প্রযুক্তি ব্র্যান্ডটি। এটি টেকনোর প্রথম ওএলইডি ল্যাপটপ। যেখানে ২.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্স এলিট কম্পিউটার প্ল্যাটফর্ম এবং এআই-সমৃদ্ধ মাল্টিটাস্কিং নিশ্চিত করবে। সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি, ইনটেলিজেন্ট ইন্টারেকশন এবং মসৃণ ও নান্দনিক ডিজাইনের এআই গ্লাসেস সিরিজ এনেছে টেকনো। এতে ব্যবহার হয়েছে ৫০ মেগাপিক্সেল হাই-ডেফিনেশন ক্যামেরা। এছাড়াও রয়েছে ওভি৫০ডি সেন্সর সমন্বিত ১০০ ডিগ্রি আলট্রা-ওয়াইড-এঙ্গেল কাস্টম লেন্স ও এআই আইএসপি ইমেজিং চিপ।

এছাড়াও টেকনো তাদের অত্যাধুনিক এআই প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোনগুলো প্রদর্শন করেছে। অনুষ্ঠানে ব্র্যান্ডটি এআই ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ সম্পন্ন ক্যামন ৪০ সিরিজ, বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম এবং ট্রাই-ফোল্ডিং প্রযুক্তির নিদর্শন হিসেবে ফ্যান্টম আল্টিমেট ২ ট্রাই-ফোল্ড উন্মোচন করেছে।

অন্যদিকে, এমডব্লিউসি ২০২৫-এ বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন স্পার্ক স্লিম নিয়ে এসেছে টেকনো। মাত্র ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অতি-পাতলা ডিজাইনের হলেও স্পার্ক স্লিম স্মার্টফোনটি পারফরম্যান্সের ক্ষেত্রে দারুণ শক্তিশালী হবে। ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে।

এছাড়া, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্যান্টম আল্টিমেট ২ ট্রাই-ফোল্ড কনসেপ্ট স্মার্টফোন উন্মোচন করে টেকনো। ৬.৪৮-ইঞ্চি আউটার স্ক্রিন দিয়ে সজ্জিত এই ডিভাইসটি আনফোল্ডেড অবস্থায় ১০-ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। ১৬২০ x ২৮৮০ পিক্সেল রেজোলিউশন ও ৪:৩ অ্যাসপেক্ট রেশিও। এই ফোনের থ্রিকে এলটিপিডি ওলেড প্যানেল সম্পন্ন ইনার স্ক্রিন বর্তমান বাজারের যেকোনো ফোল্ডেবল ফোনের চেয়ে ভালো ভিওয়িং অভিজ্ঞতা প্রদান করবে। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিভাইসটি খুবই পাতলা। যা ভাঁজ বা ফোল্ড করলে মাত্র ১১ মিলিমিটারের ডিভাইসে পরিণত হয়।

এই উদ্ভাবনী পণ্য সমাহারের মাধ্যমে টেকনো এই খাতে নতুন মানদণ্ড স্থাপন করার পাশাপাশি স্মার্টফোন উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে।

 

banner close
banner close