বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ইনটেলে নিয়োগ পেলেন নতুন সিইও, কে তিনি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১২:৩৮

শেয়ার

ইনটেলে নিয়োগ পেলেন নতুন সিইও, কে তিনি?
প্যাট গেলসিঙ্গারের প্রস্থানের প্রায় তিন মাস পর নতুন সিইও’র নাম ঘোষণা করেছে ইনটেল। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম শীর্ষ সেমিকনডাকটর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এনভিডিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সামনে এআই চিপের বাজারে দাঁড়াতেই পারছে না প্রতিষ্ঠানটি। সুদিনের আশাতেই ইনটেলের পরিচালনা পর্ষদ এবার নতুন চিপ অপারেটিং অফিসার (সিইও) নিয়োগ দিয়েছে। কে হলেন ইনটেলের নতুন প্রধান নির্বাহী, চলুন জেনে নেওয়া যাক।

বুধবার ইনটেল তাঁদের প্রাক্তন বোর্ড সদস্য লিপ-বু তানকে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। চিপ শিল্পের অভিজ্ঞ এই ব্যক্তিকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইনটেল স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, তাঁদের চিপ ডিজাইন ও চিপ উৎপাদন কার্যক্রমকে বিভক্ত করার সম্ভাবনা কমই। 

লিপ-বু তান এর নিয়োগ কার্যকর হতে চলেছে চলতি মাসের (মার্চের) ১৮ তারিখ থেকে। মাস তিনেক আগে বরখাস্ত হওয়া প্যাট গেলসিঙ্গারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। ইনটেলের সুদিন ফেরাতে সিইও গেলসিঙ্গারের ব্যয়বহুল ও উচ্চাভিলাষী পরিকল্পনা বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার পরই তাঁকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এবারে লিপ-বু তান এর নেতৃত্বে ইনটেল তাঁদের হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই আশা করছেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা।

গেলসিঙ্গারের প্রস্থানের পর থেকেই প্রাক্তন বোর্ড সদস্য লিপ-বু তান সিইও হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। চিপ শিল্পে যেমন আছে তাঁর গভীর অভিজ্ঞতা, তেমনি প্রতিশ্রুতিশীল বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগকারী হিসেবেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। ফলে আশা করা যাচ্ছে ইনটেলের জন্য কৌশলী বিনিয়োগ পরিকল্পনা তৈরি ও তার কার্যকর বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইনটেলের পরিচালনা পর্ষদ গত ডিসেম্বরেই লিপ-বু তানকে পুনরায় ইনটেলে যোগ দেওয়ার আহ্বান জানায়, তবে এবারে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। এরপর দু’পক্ষের মাঝে সার্বিক আলোচনা সম্পন্ন হওয়ার পর এবার আনুষ্ঠানিক ঘোষণা এল।

 

banner close
banner close