বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

বড় সাইবার হামলার শিকার এক্স, যা জানালেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৫ ১২:৪৮

শেয়ার

বড় সাইবার হামলার শিকার এক্স, যা জানালেন ইলন মাস্ক
এক্স প্ল্যাটফর্মে বিভ্রাটের কারণ হিসেবে সাইবার হামলার কথা জানিয়েছেন ইলন এক্স। ছবি: রয়টার্স

বড় ধরণের সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। সোমবার ১০ মার্চ আমেরিকান সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক্সের মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এক্সের আভ্যন্তরীণ সিস্টেম ভেঙে ফেলার মতো শক্তিশালী এই হামলাটি ইউক্রেনের আশেপাশের এলাকা থেকে করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও এ দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

সোমবার সকাল থেকেই আমেরিকা ও যুক্তরাজ্যের হাজারো ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন। ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করার ক্ষেত্রে ‘লোডিং আইকন’-এর দেখা পেয়েছেন। ব্রাউজার ও অ্যাপ- উভয় মাধ্যমেই এক্স ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছে।

ইন্টারনেটে বিভিন্ন সাইটের বিভ্রাট সম্পর্কিত তথ্য প্রদানকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেকটর জানিয়েছে, সোমবার ৪০ হাজারেরও বেশি এক্স ব্যবহারকারী প্রযুক্তিগত বিভ্রাটের কারণে প্ল্যাটফর্মটি আক্সেস করতে পারেননি। এর মধ্যে যুক্তরাজ্যে দুপুর ২টা নাগাদ ৮ হাজারেরও বেশি ব্যবহারকারী এই বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। অনেক ব্যবহারকারী বিকেল পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হয়েছে।

ফক্স বিজনেসের সাথে আলাপকালে ইলন মাস্ক বড় ধরণের সাইবার হামলার কথা জানান। এক্স প্ল্যাটফর্মে বিভ্রাটের কারণ সম্পর্কে ফক্স বিজনেসের ল্যারি কুডলোকে মাস্ক বলেন, ‘দেখুন…আমরা নিশ্চিত নই যে, ঠিক কী হয়েছে, কিন্তু পুরো সিস্টেমকে অচল করে দেওয়ার জন্য বড় ধরণের সাইবার হামলা চালানো হয়েছে, যার আইপি অ্যাড্রেসগুলোর উৎপত্তিস্থল ইউক্রেনীয় অঞ্চল।’

এক্সের এই সমস্যার বিষয়ে নিজের এক্স অ্যাকাউন্টেই পোস্ট করেছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘এক্সের বিরুদ্ধে বড় একটি সাইবার হামলা চালানো হয়েছে (যেটা এখনও জারি আছে)।’

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন মাস্ক। ট্রাম্পের তৈরি নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোগ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনায় মুখর ট্রাম্প ও মাস্ক দু’জনই। এবারে সাইবার হামলার উৎপত্তিস্থল হিসেবেও ইউক্রেনের দিকে ইঙ্গিত করেছেন ইলন মাস্ক। তবে এই হামলার পেছনে জেলেনস্কি সরকারের হাত আছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি।

 

banner close
banner close