বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে মোশন ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে মোশন ছবি
ফাইল ছবি।

এবার চ্যাট ও চ্যানেলে মোশন ছবি শেয়ারের সুবিধা চালু করতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার আগেই ছিল, এবার হোয়াটসঅ্যাপেও এই ফিচার ব্যবহার করা যাবে। 

মোশন ছবি হলো একটি বিশেষ ধরনের ছবি। যেখানে ক্যামেরার শাটার চেপে স্থিরচিত্রের পাশাপাশি কয়েক সেকেন্ডের ভিডিও ও অডিও রেকর্ড হয়। গুগল পিক্সেল ফোনে এটি ‘টপ শট’ আর আইফোনে এটি ‘লাইভ ছবি’ নামে পরিচিত। 

এখন হোয়াটসঅ্যাপে মোশন ছবি পাঠানো গেলেও তা স্থিরচিত্রে রূপান্তরিত হয়ে যায়। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা মোশন ছবি ভিডিও আকারে পাঠাতে পারবেন, যা প্রাপকের ফোনে অ্যানিমেটেড ভিডিও আকারে দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষা করছে। যারা এই বিটা ভার্সন ব্যবহার করেন, তারা হোয়াটসঅ্যাপে এই মোশন ফটো ফিচার দেখতে পাবেন।

এই ফিচার চালু হলে, মোশন ফটো অটোমেটিক গ্যালারিতে সেভ হবে। ইউজার সহজেই বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে শুধু জেপিজি এবং পিএনজি ফাইল দেখা যায়, তবে নতুন আপডেট আসলে মোশন ফটোও সেখানে যুক্ত হবে। কবে এই ফিচার চালু হয়, এখন সেটাই দেখার।

banner close
banner close