হ্যাকে আতঙ্কিত ব্যবহারকারী।
‘দেশের উদ্দেশ্যে এখন দুবাই এয়ারপোর্ট ট্রানজিটে আছি, এখান থেকে কল কানেক্টেড করতে পারছি না, আমার একটু হেল্প লাগবে’। সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী কিরন বালার মেসেঞ্জার থেকে এভাবে একটি ক্ষুদে বার্তা পান তার কললিস্টে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। ওই ক্ষুদে বার্তা পেয়ে দ্রুতই কী ধরনের হেল্প লাগবে ফিরতি বার্তায় জানতে চান তারা। ওই প্রকৌশলীর মেসেঞ্জার থেকে অনুরোধ করে লেখা হয়, ‘আমি বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সির নম্বর দিচ্ছি, এজেন্সির কাছে আমার ডিটেইলস দেওয়া আছে, তাদের শুধু বলতে হবে আমার ঢাকা টু বরিশালের বিমান টিকিট যেন কনফার্ম করে রাখে’।
আর হ্যাঁ টিকিটের মূল্য আসতে পারে ১৯ হাজার ৮ শ’ টাকার মতো। তুমি ওই টাকাটা আমার দেওয়া ট্রাভেল এজেন্সির প্রতিনিধির ওই নম্বরে বিকাশ করে দাও। আমার ফ্লাইট ঢাকায় পৌঁছামাত্র তোমার টাকা পরিশোধ করবো’। প্রকৌশলী কিরন বালার ঘনিষ্ঠরা সবাই জানেন, তিনি একজন বিত্তশালী এবং পরোপকারী মানুষ। তাই কোনো কিছু না ভেবেই একই ধরনের ক্ষুদেবার্তা পাওয়া অনেকেই ওই নম্বরে বিকাশ করে টাকা পাঠান। এদের মধ্যে একজন তার শ্যালক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার রামশীল গ্রামের পংকজ চৌধুরীও রয়েছেন। যিনি এ ব্যাপারে পরে কোটালীপাড়া থানায় জিডিও করেন। ঘটনাটি বেশ কিছুদিন আগের। কয়েক ঘণ্টা পরে নিশ্চিত হওয়া যায়, প্রকৌশলী কিরন ওই সময় সিঙ্গাপুরেই ছিলেন এবং তিনি এ ধরনের কাউকে বার্তা পাঠাননি। কিন্তু এরই মধ্যে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা।
শুধু মেসেঞ্জারই নয়, অহরহ হ্যাক হচ্ছে যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। যদিও হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, যার শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকার পরও হ্যাকাররা নিত্যনতুন কৌশল অবলম্বন করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করছে।
শুধু অ্যাকাউন্ট হ্যাক করাই নয়, বরং সেই অ্যাকাউন্ট থেকে পরিচিতজনদের কাছে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি সাধন করছে। সমাজের অনেক সচেতন, উচ্চ শিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্টও হ্যাক হচ্ছে। শুধু তা-ই নয়, প্রশাসনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাকাউন্টও হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি নম্বরও ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার খবর মিলেছে।