
ক্রিপ্টোকারেন্সির ওপর মার্কিন সরকারের তদারকি ও নিয়ন্ত্রণ হ্রাস করার দাবি জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স। গত মাসে আমেরিকা সরকারের অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে এ প্রসঙ্গে আলোচনা করেছেন বাইন্যান্সের কর্মকর্তারা। শুক্রবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, গত মাসে বাইন্যান্সের উচ্চপদস্থ কর্মকর্তারা মার্কিন অর্থবিভাগের (ট্রেজারি ডিপার্টমেন্ট) কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। সেখানে বাইন্যান্সের ওপর মার্কিন সরকারের বিদ্যমান নজরদারি শিথিল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো উদ্যোগ ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’-এর সাথে একটি ব্যবসায়িক চুক্তি সম্পাদনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বাইন্যান্স ও অর্থবিভাগের কর্মকর্তাদের আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে যে, বৈঠকে বাইনান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড টেং ও প্রধান আইনি কর্মকর্তা এলিয়েনর হিউজ বাইন্যান্সের ওপর সরকারি পর্যবেক্ষণ পুরোপুরি বন্ধ করার, অথবা এর সময়কাল ও পরিধি হ্রাস করার অনুরোধ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়ালের নতুন একটি ক্রিপ্টোকারেন্সি তাঁদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বাইন্যান্স। নতুন এই ক্রিপ্টোকারেন্সিটির বিশেষত্ব হচ্ছে, এটি মার্কিন ডলার-সমর্থিত। অর্থাৎ, মার্কিন ডলারের সাথে স্থিতিশীল হবে নতুন এই ক্রিপ্টো।
উল্লেখ্য, বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ধনকুবের চ্যাংপেং ঝাও ২০২৩ সালে মার্কিন অর্থ পাচার আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেন এবং এর মাধ্যমে ৪.৩ বিলিয়ন ডলারের মামলার নিষ্পত্তি হয়। সে সময়ই তিনি বাইন্যান্সের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন: