বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশি পাবজি মোবাইল গেমারদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫ ১৮:২৫

শেয়ার

বাংলাদেশি পাবজি মোবাইল গেমারদের জন্য বড় সুখবর
নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স। ছবি : সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি বাংলাদেশি গেমারদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে। শিগগিরই গেমটির জন্য চালু হচ্ছে বাংলাদেশের জন্য নিজস্ব গেম সার্ভার। নতুন এ সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাবজি মোবাইল এ তথ্য জানায়।

এতে বলা হয়, গেমটি শুধু একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। এই পদক্ষেপটি গেমিং জগতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশের গেমারদের জন্য এটি একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে।

এ ছাড়া পাবজি মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর আয়োজন করা হচ্ছে, যার রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ এপ্রিল। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাবজি মোবাইল দেশের তরুণ গেমার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।

এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার ক্রিয়েশন প্ল্যাটফর্ম’। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন, যা তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে।

পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।”

পাবজি মোবাইলের এই নতুন পদক্ষেপ দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা এবং প্রতিযোগিতার সমন্বয়ে তরুণ প্রজন্মের সামনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে।

banner close
banner close