শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

গুগলের ‘ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেল ইমো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১২:৩৭

শেয়ার

গুগলের ‘ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেল ইমো
ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেয়েছে প্ল্যাটফর্মটি। ছবি: ইমো

গুগল প্লে’তে ‘ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ অর্জন করল ইমো। ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেয়েছে প্ল্যাটফর্মটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইমো।

এই স্বীকৃতি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ। যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। গুগলের এই নিরাপত্তা ব্যাজটি প্রমাণ করে যে, মোবাইল নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস নিশ্চিত করছে ইমো।

এই প্রোগ্রামে ব্যবহারকারীর তথ্য (ডেটা) সুরক্ষিত রাখা, অ্যাপের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, এই খাতের সেরা অনুশীলনগুলোর সাথে সামঞ্জস্য রেখে ইমো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক ও শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে।

ব্যবহারকারীর ডিভাইসে সকল সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে সেটি নিশ্চিত করে ইমো। পাশাপাশি গোপনীয়তা নিশ্চিত করতে ইমো ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। এ সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সহায়তার জন্য ব্যবহারকারীরা গুগল প্লে’তে নিরাপত্তা ব্যাজের অধীনে ‘আরও জানুন’ অপশনে ট্যাপ করতে পারেন। 

প্ল্যাটফর্মটি বলছে, নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে তারা বদ্ধপরিকর। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোপনীয়তা সংশ্লিষ্ট ফিচার চালু করেছে। যার মধ্যে রয়েছে কল ও চ্যাট চলাকালীন স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন,গোপনীয়তা বজায় রেখে চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ এবং ম্যানেজ ডিভাইস ফিচার। যা ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

banner close
banner close