
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। ওই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অনেকে। এই জয় নিহতদের উৎসর্গ করেছেন জাতীয় দলের অধিনায়ক শান্ত।
ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের এই জয় নিহতদের প্রতি উৎসর্গের কথা বলেছেন অধিনায়ক। এর আগে টেস্ট শুরুর আগে তিনি জানান, একটা খারাপ পরিস্থিতি পার করেছে দেশ। অনেকে প্রাণ হারিয়েছেন। পাকিস্তানে ম্যাচ জিতে দেশের মানুষের ওই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে চান তারা।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম এই ম্যাচে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে ওই রান তুলে ফেলেছে সফরকারী বাংলাদেশ দল।
আরও পড়ুন: