বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম-নকশা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৪ ০২:৫২

আপডেট: ২৮ আগস্ট, ২০২৪ ০৫:৪৯

শেয়ার

বাতিল হচ্ছে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম-নকশা
প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেগা প্রজেক্ট হিসেবে রাজধানী ঢাকার পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয় এবং স্টেডিয়ামটির জন্য নৌকার আকৃতির নকশাও প্রণয়ন করা হয়। তবে ‘দ্য বোট’ হিসেবে পরিচিত এই স্টেডিয়ামের নাম এবং নকশায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

বিবিসির একটি সূত্রের গণমাধ্যমকে জানিয়েছে, আগামী ৩০ আগস্ট এই স্টেডিয়ামের দরপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও ২৯ আগস্টের বিসিবি পরিচালনা পর্ষদের সভায় দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে।

বোর্ডের সে সূত্র আরও জানায়, স্টেডিয়ামের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সে পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার পক্ষে বোর্ড। তবে স্টেডিয়ামের জায়গায় মাঠ-উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায়, সেই ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

এই স্টেডিয়াম নির্মাণের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিসিবি সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পায়। পাপনের বোর্ড পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সেই জমিতে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা নেয়।

banner close
banner close