বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

যেমন থাকবে রাওয়ালপিন্ডির আগামীকালের আবহাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৪৪

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৫৪

শেয়ার

যেমন থাকবে রাওয়ালপিন্ডির আগামীকালের আবহাওয়া
আজ বিকেলে বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এএফপি

বাংলাদেশ কি পারবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টও জিতে পাকিস্তানকে ধবলধোলাই করতে, নাকি বাধা হয়ে আসবে বৃষ্টি? ম্যাচটি জিততে ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের দারুন শুরুতে বাংলাদেশ তুলে ফেলেছেন ৪২ রান।

আর এতেই জয়ের সঙ্গে ব্যবধানটা কমে এসেছে ১৪৩ রানে। এরপরই বৃষ্টি ও আলকস্বল্পতা বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পথচলায়। চতুর্থ দিনের চা বিরতির এক ওভার পরেই বন্ধ হয়ে গেছে খেলা। ঘণ্টাখানেক অপেক্ষার পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা দিতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা।

আগামীকালও বৃষ্টি বা বৈরী আবহাওয়া কোনো বাধা তৈরি করবে কি না, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। মনে রাখা ভালো, পিন্ডিতে প্রথম দিনের খেলা কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এমনকি টানা বৃষ্টির কারণে প্রথম দিনে টস পর্যন্ত হতে পারেনি। পরের তিন দিনের মধ্যে আজ বিকেলের আগপর্যন্ত অবশ্য আবহাওয়া ভালোই ছিল।

এখন আকুওয়েদারের দেওয়া তথ্য বলছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের সম্ভাবনা আছে। সম্ভাব্যতার বিচারে যা ৪০ শতাংশ। পাশাপাশি আগামীকাল বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। এ ছাড়া আগামীকাল পিন্ডিতে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে যা অনুভব হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আগামীকাল খেলা শুরুর সময়ে অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। এরপর কিছু সময় বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া দুপুরের পর কিছু সময়েও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আকুওয়েদার। তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে বলেও জানিয়েছে তারা।

সব মিলিয়ে পূর্বাভাস যদি সত্যি হয় তবে আগামীকাল রাওয়ালপিন্ডিতে মিশ্র আবহাওয়া দেখা যেতে পারে। তবে যেটুকু সময় বাংলাদেশ খেলার জন্য পাবে, তা হয়তো নাজমুল হোসেনের দলের জয়ের জন্য যথেষ্টই হবে।

banner close
banner close