শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

বৃষ্টি নিয়ে না ভেবে প্রথম সেশনে জিততে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৫

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

বৃষ্টি নিয়ে না ভেবে প্রথম সেশনে জিততে চায় বাংলাদেশ
ফাইল ছবি।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও চালকের আসনে বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলার শেষ হওয়ার আগ পর্যন্ত বিনা উইকেটে টাইগাররা করেছে ৪২ রান।

মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। যদিও দুই ওপেনারের ব্যাটিং দেখলে মনে হয়েছে, চতুর্থ দিনেই ম্যাচ শেষ করতে চেয়েছিল বাংলাদেশ।

ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান আগ্রাসী ব্যাটিং করে মাত্র ৭ ওভারে বাংলাদেশের স্কোর বোর্ডে যোগ করেন ৪২ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ জানান, বৃষ্টির কারণে চতুর্থ দিন না পারলেও পঞ্চম দিনের প্রথম সেশনে ম্যাচ শেষ করার কথা। 

বৃষ্টির সম্ভাবনা থাকায় পঞ্চম দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে যথেষ্ট সংশয় আছে।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। তবে যদি বৃষ্টি না হতো আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কীভাবে শেষ করা যায় অথবা প্রথম সেশনে কীভাবে কালকে (মঙ্গলবার) শেষ করা যায়।’

তিনি আরও বললেন, ‘আসলে আমার মনে হয় তারা বৃষ্টি নিয়ে ভাবেনি। তারা প্রতিটি বল দেখে খেলেছে। বাজে বলকে আক্রমণ করেছে এবং সেভাবেই প্রতিটি বলকে তারা খেলতে চেয়েছে।’