.jpg)
রাউয়ালপিন্ডি ২য় টেস্টে ৫ম দিনে ১৮৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চ ব্রেকের আগ পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ছিল ২ উইকেটে ১২২ রান। ২য় টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান । ১ম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পায় মেহেদি হাসান মিরাজ।
১ম ইনিংসের শুরুতে ব্যাপক ব্যাটিং বির্পযয়ে পরে বাংলাদেশ ২৬ রানেই প্রথম ৬ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন এবং মিরাজের ১৬৫ রানের জুটি বাংলাদেশকে ঘুরে দারাতে সাহায্য করে। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তার শতক পূর্ন করে। লিটন ২২৮ বলে ১৩৮ রান করে আগা সালমানের বলে আউট হন। লিটন আউট হওয়ার পর ২৬২ রানে বাংলাদেশের ১ম ইনিংসের সমাপ্তি হয়।
পাকিস্তানের হয়ে ৬ উইকেট নেয় খুররাম শাহ্জাত।
২য় ইনিংসে ১২ রানের লিড নিয়ে পাকিস্তান খেলা শুরু করে। বাংলাদেশের দুর্দান্ত বোলিং অ্যাটাকে ১৭২ রানে আল আউট হয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ৪৭ রানে অপরাজিত ছিলেন সালমান আগা। বাংলাদেশর হয়ে ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ এবং ৪ উইকেট শিকার করেন নাহিদ রানা।
-
৫০৭৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ।
আরও পড়ুন: