শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

এবার বাংলাদেশ-ভারত টেস্টেও হিন্দু মহাসভার হামলার হুমকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৬

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৪

শেয়ার

এবার বাংলাদেশ-ভারত টেস্টেও হিন্দু মহাসভার হামলার হুমকি
বাংলাদেশ বনাম ভারতের খেলার চিত্র। ছবি: আইসিসি

দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিলো দলটি।

এর ফলে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করার গুঞ্জন উঠেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। দীর্ঘ দেড় যুগ রাষ্ট্র ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে আশ্রয় নেন ভারতে। সরকারের পালাবদলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অভিযোগ করা হয় সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে উঠে আসে এসবের প্রায় সবগুলোই ছিল গুঞ্জন।

আর এইসব গুজবের ভিত্তিতেই বাংলাদেশ দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু জাতীয়তাবাদী দলটি।