বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

নেশনস লিগ: জার্মানি ও নেদারল্যান্ডসের বড় জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৩

আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৩

শেয়ার

নেশনস লিগ: জার্মানি ও নেদারল্যান্ডসের বড় জয়
হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়েছে জার্মানি। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে নিজ নিজ ম্যাচে বড় জয় তুলে নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘সি’ এর খেলায় হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়েছে জার্মানি। একই গ্রুপের অন্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৫-২ গোলের জয় পেয়েছে নেদারল্যান্ডস।

শনিবার রাতে, ঘরের মাঠ ডুসেলডর্ফে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে তরুণদের নিয়ে দল সাজানো জার্মানি। অবশ্য বারবার আক্রমণে গেলেও প্রথমার্ধে এক গোলের বেশি করতে পারেনি জার্মানি।

আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে স্বাগতিকরা। জার্মানির এই জয়ে দলের পক্ষে গোল করেছেন নিকোলাস ফুলক্রুগ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, আলেক্সান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ।

ম্যাচশেষে সংবাদমাধ্যমে নিজের অভিব্যক্তি জানিয়ে জার্মানির তরুণ তারকা ফুটবলার মুসিয়ালা সামনের দিনেও এমন দাপুটে ফুটবল খেলার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রাতে গ্রুপের আরেক খেলায় জার্মানির মতোই প্রতিপক্ষের জালে পাঁচবার বল জড়িয়েছে নেদারল্যান্ডসও। যদিও বিপরীতে দুই গোল হজম করেছে তারা।

নেদারল্যান্ডসের ফিলিপস স্টেডিয়ান মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৩তম মিনিটে ডাচদের হয়ে প্রথম গোলটি করেন জশুয়া জিরকজি। ২৭তম মিনিটে এর্মেদিন ডেমিরোকিভের গোলে সমতায়ও ফেরে বসনিয়া। কিন্তু বিরতির আগেই ব্যবধান ২–১ করে ডাচরা।

বিরতির পর আরও তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় রোনাল্ড কোমানের দল। এর মধ্যে বসনিয়া আরও এক করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এবারের লিগে জার্মানি ও নেদারল্যান্ডস দুই দলেরই এটি ছিলো প্রথম ম্যাচ।

এর আগে রাতের অন্য ম্যাচে আয়ারল্যান্ডকে ২–০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের প্রথমার্ধে গোল দুটি করেন ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ।

banner close
banner close