শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:৫০

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৩

শেয়ার

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা ভারতের
ছবি: বাসস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দলটি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন যশ দয়াল। অনেকদিন পর দলে ফিরেছেন ঋষভ পান্তও।

সবমিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। রোহিত ছাড়াও স্কোয়াডে ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে খেলতে পারেন শুভমন গিল। মাঝে টেস্ট দলের হয়ে কিছু ম্যাচ না খেললেও এবারের সিরিজের দলে আছেন বিরাট কোহলি। জায়গা পেয়েছেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়াস আয়ারের জায়গা হয়নি দলে। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে।

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রথম টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।

banner close
banner close