শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

বিশ্বকাপ বাছাইপর্ব: আর্জেন্টিনার পর হারলো ব্রাজিলও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৫

শেয়ার

বিশ্বকাপ বাছাইপর্ব: আর্জেন্টিনার পর হারলো ব্রাজিলও
প্যারাগুয়ের বিপক্ষে হেরে গেছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ অ্যামেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার পর হেরে গেছে ব্রাজিলও। প্রতিপক্ষের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে রাতের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ হেরেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার ভোরে চাকো ডিফেন্ডারস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পল পজিশন কিংবা অন টার্গেট শটে এগিয়ে থাকলেও কোনো গোল আদায় করতে পারেনি ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ে সযোগ বুঝেই তৈরি করেছে পাল্টা আক্রমণ।

শতকরা ৭১ শতাংশ বল পজিশনে রেখেও তাই শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বাছাইয়ে সবশেষ পাঁচ ম‍্যাচে এটি তাদের চতুর্থ হার।

ম্যাচের ২০তম মিনিটে গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন ডিয়েগো গোমেস।

বাকী সময়ে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত সেলেসাওদের রুখে দিয়ে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে।

অন্যদিকে,গতকাল রাতের ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। সর্বশেষ কোপা অ্যামেরিকার ফাইনালে হারলেও, এবারের দেখায় আর্জেন্টিনার বিপক্ষে হাসি নিয়েই মাঠে ছেড়েছে কলম্বিয়া।

ঘরের মাঠে খেলতে নেমে দর্শকদের উল্লাসে ভাসিয়ে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। হামেস রদ্রিগেসের পাস থেকে পাওয়া বলে লাফিয়ে ওঠে হেডে গোল করেন ইয়ারসন মসকেরা।

৪৮তম মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা। তবে, ৬০তম মিনিটে প্লেনাল্টি থেকে রদ্রিগেজ গোল করলে ম্যাচে আবার এগিয়ে যায় কলম্বিয়া।

শেষদিকে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে জমে উঠলেও গোল করেতে পারেনি কোনো দলই। কোপার ফাইনাল হারের প্রতিশোধ নিয়ে ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট আদায় করেই মাঠ ছাড়ে কলম্বিয়া।

ম্যাচটি হেরে গেলেও এই অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। দুই নাম্বারে আছে কলম্বিয়া। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে হেরে যাওয়া ব্রাজিল আছে পাঁচে। প্যারাগুয়ের অবস্থান সাত নম্বরে।