চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম সেশনে নেই তিন উইকেট। সাদমান দুই রান, জাকির হাসান তিন রান ও মুমিনুল হক শূণ্য রানে আউট হন। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম অপরাজিত থেকে বাংলাদেশকে নিয়ে যান লাঞ্চ বিরতিতে।
এর আগে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং দাপটে আগের দিনের স্কোর বোর্ডের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করতে পেরেছে ভারত।
৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে স্বাগতিক ভারত।
তাসকিন তিন ও হাসান মাহমুদ ১ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে ভারতে ৩৭৬ রানে আটকে দিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।
আরও পড়ুন: