শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

১৪৯ রানে অল আউট বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ৩০৮ রানের লিড ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৪

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫৪

শেয়ার

১৪৯ রানে অল আউট বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ৩০৮ রানের লিড ভারতের
ছবিঃ সংগৃহীত

চেন্নাই টেস্টে ৩০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে ভারত।

এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অল আউট হয় বাংলাদেশ। ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে টাইগাররা। প্রথম ওভারে সাদমানকে ফিরিয়ে শুরুটা করেন জাসপ্রীত বুমরাহ। বাংলাদেশের সর্বোচ্চ ৩২ রান করেন সাবিক আল হাসান। ২৭ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। 

ফলো অনে পড়লেও বাংলাদেশ ব্যাটিং-এ না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-েএ নামে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ভারতকে ৩৭৬ রানে অলআউট করে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ পেয়েছেন তিন উইকেট।