বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চেন্নাই টেস্টে বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান; ভারতের প্রয়োজন ৬ উইকেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৩

আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৫

শেয়ার

চেন্নাই টেস্টে বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান; ভারতের প্রয়োজন ৬ উইকেট
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৫১৫ রান।ছবি: সংগৃহীত

চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। যেখানে সেঞ্চুরি পেয়েছেন দুইজন। অপরাজিত ১১৯ রান করেছেন শুবমান গিল আর ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ১০৯ রান। বাংলাদেশের হয়ে ২ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। বিরতি থেকে ফিরে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। 

দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। যেকারণে চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। দারকার আরো ৩৫৭ রান। ভারতের সংগ্রহ ৬ উইকেট। 

 

banner close
banner close