বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

লিগ কাপে ম্যানসিটি ও চেলসির জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৪৮

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫৮

শেয়ার

লিগ কাপে ম্যানসিটি ও চেলসির জয়
চেলসির উযযাপন। ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ কাপে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি এবং লেস্টার সিটি। ওয়াটফোর্ডকে ২-১ ব্যবধানে সিটিজেনস এবং বারোকে ৫-০ গোলে হারিয়েছে ব্লুজ। হ্যাটট্রিক করেছেন ক্রিস্টোফার এনকুনকু। ওয়ালসালকে পেনাল্টি শ্যূটআউটে ৩-০ ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীর লেস্টার। গোলশূন্য ছিল নির্ধারিত সময়।

লিগ কাপে লেস্টারের শুরুর একাদশে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা। নির্ধারিত সময় ম্যাচ গোলশূন্য ছিল। পেনাল্টি শ্যুটআউটে ফক্সদের টানা তিন সফল শটের বিপরীতে, ওয়ালসাল ফুটবলারদের প্রথম তিন শটই ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ড। 

এ ছাড়া ৫ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে চেলসি। হ্যাটট্রিক করেছেন ক্রিস্টোফার এনকুনকু। পেড্রো নেতো আরেকটি গোল করেন। একটি গোল আসে আত্মঘাতি থেকে। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্লুজরা।  

banner close
banner close