রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

অবসরের ঘোষণা সাকিবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৪

আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫০

শেয়ার

অবসরের ঘোষণা সাকিবের
সাকিব আল হাসান। ছবি: আইসিসি

অনেক দিন আগেই ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগে সেই ঘোষণাই দিলেন দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। কানপুর থেকে জানালেন, ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন তিনি।

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানালেন, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরইমাঝে খেলে ফেলেছেন তিনি। আর টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাঠেই। আর তাহলে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে।

অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।

এ ছাড়া আগামী চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিবেন বলে জানান তিনি।