শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

ভেজা মাঠের কারণে কানপুরে টস হতে দেরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৫

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৭

শেয়ার

ভেজা মাঠের কারণে কানপুরে টস হতে দেরি
ঢেকে রাখা হয়েছে কানপুরের মাঠ। ছবি: আইসিসি

কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। রাতভর বৃষ্টিতে গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ম্যাচটি।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি হওয়ায় স্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছে ম্যাচ শুরুর সময়ও। বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

আপাতত স্টেডিয়াম এলাকায় বৃষ্টি না থাকলেও প্রচুর মেঘ রয়েছে আকাশে। যেকোনো সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ফলে কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে উইকেট। সবমিলিয়ে ম্যাচ শুরুর সময় নির্ভর করছে প্রকৃতির ওপর। এর আগে ২৮০ রানে চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে ভারত।