পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হঠাৎ নিজের পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণকে তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এক্স বার্তায় ইউসুফ লিখেছেন, ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দারুণ এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। আমাদের ক্রিকেটারদের তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস আছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা করছি।
পাকিস্তানের এই কিংবদন্তী ক্রিকেটার সবমিলিয়ে ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তার রান ১৫ হাজারের বেশি। ২০২৪ সালের মার্চে পিসিবির নির্বাচকের দায়িত্ব পান তিনি।
আরও পড়ুন: