যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে বলেছেন, খেলোয়াড় হিসেবে সাকিবকে প্রয়োজনী নিরাপত্তা দেয়া হবে। কিন্তু তার বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর
রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে দেশের মাটিতে ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের। পরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেশের মাটিতে আসার জন্য বিসিবির কাছে নিরাপত্তা চান তিনি।
এর জবাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য আগেই সাকিবের নিরাপত্তার বিষয়ে জানান, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেয়ার সামর্থ্য নেই বিসিবির।’
বিসিবি সভাপতির মতো আজ একই সুরে কথা বললেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা অনিশ্চিত। ফলে ভারতের বিপক্ষে কানপুরে চলমান টেস্ট দিয়েই সাদা পোশাকের ইতি টানতে হচ্ছে সাকিবকে।
২০০৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৭০ ম্যাচ খেলে ৩৮.৩৩ গড়ে ৪৬০০ রান করেছেন সাকিব। ৩১ ফিফটির সঙ্গে তার আছে ৫টি সেঞ্চুরির ইনিংস। শিকার করেছেন ২৪২ উইকেট।
আরও পড়ুন: