কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি না হলেও ভেজা মাঠ এবং আলোক স্বল্পতার কারণে এদিন মাঠকে খেলার উপযুক্ত করা সম্ভব হয়নি। চা বিরতির আগেই খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
খেলা না হলেও বৃষ্টি না থাকায় রোববার মাঠে খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের আনাগোনা ছিল বেশ। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া তামিম ইকবাল ছাড়াও মাঠে দেখা গেছে ধারাভাষ্যকারদের।
কানপুর টেস্টে এখন পর্যন্ত প্রথম দিনের ১০৭ রানই সম্বল বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত ওই দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেটে এই রান করে টাইগাররা। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।
এর পরের দিন ও আজ খেলা মাঠে না গড়ানোর কারণে চলতি টেস্ট ড্র হবার পথে হাঁটছে বলেই ধারণা করা যাচ্ছে।
আরও পড়ুন: