দুইদিন নষ্ট হওয়ার পর অবশেষে চতুর্থ দিনে কানপুরে মাঠে গড়ায় খেলা। প্রথম ইনিংসে বাংলাদেশ মুমিনুল হকের সেঞ্চুরি সত্বেও আড়াইশ রান করতে ব্যর্থ। জবাবে ব্যাট করতে নেমে ভারত টি-টোয়েন্টি স্ট্যাইলে খেলা শুরু করে। শেষ সেশনে ইনিংস ঘোষণার আগে ৫২ রানের লিড পায় ভারত। শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুই উইকেট তুলে নিয়েছে রোহিত শর্মার দল। তারা স্বপ্ন দেখছে কানপুর টেস্ট জয়ের।
চতুর্থ দিনে শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে। ভারত এখনও ২৬ রানে এগিয়ে।
এর আগে বাংলাদেশ লাঞ্চের ঠিক পরেই ২৩৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি স্ট্যাইলে ব্যাট করে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
সম্ভাব্য ড্রর পথে এগোতে থাকা কানপুর টেস্টকে টি-টুয়েন্টি ম্যাচ বানিয়ে ভারত এখন দুর্দান্ত এক জয়ের আশাও জাগিয়েছে।
অন্য দিকে ড্র করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ম্যাচ ড্র করতে শেষ দিনে অন্তত ৭০ ওভার খেলতে হবে বাংলাদেশকে। তা না হলে, ম্যাচকে টি-টেন বানিয়ে ঐতিহাসিক জয় তুলে নেবে ভারত।
আরও পড়ুন: