শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

কানপুর টেস্টে জয়ের পথে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১২:৩৮

শেয়ার

কানপুর টেস্টে জয়ের পথে ভারত
ছবি: সংগৃহীত

কানপুরে লাঞ্চের আগেই জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিক ভারত। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই টেস্ট জয়ের জন্য আগ্রাসী মনোভাবে ব্যাট করতে থাকে তারা। মাত্র ৩৪ দশমিক দুই ওভার ব্যাট করে ইনিংস ডিক্লেয়ার করে রোহিত শর্মা।

পঞ্চম ও শেষ দিনের খেলায় ভারতের সেই আগ্রাসী মনোভাবে জল ঢেলে দিতে পারতেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু তা হয়নি। এই অল্প সময়ে তারা তুলে নেয় ৯টি রেকর্ড।

মঙ্গলবার সকালে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। এরপর শান্ত-সাদ্দাম ৫৫ রানের জুটি গড়েন। কিন্তু তার পর যা ঘটলো, তাতে কানপুর জয়ের সুবাস পেয়ে গেছে রোহিত শর্মার বাহিনী।

বাংলাদেশি অধিনায়ক শান্ত যখন আউট হন, তখন স্কোর ৯১। এখান থেকে ৯৪ অর্থাৎ তিন রান করতে বাংলাদেশ হারায় তিন ব্যাটার। বলা যায়, এখান থেকে বাংলাদেশ ছিটকে গেছে ম্যাচ থেকে। তিন রান করতে আউট হওয়া চার জন ব্যাটার হলেন, শান্ত, সাদ্দাম, লিটন ও সাকিব। এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ করেছেন সাদ্দাম ৫০। আর মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানে ব্যাট করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৩২ রান। তাদের লিড ৮০।

banner close
banner close