শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

জয়ের জন্য ভারতের লক্ষ্য মাত্র ৯৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৩:৩৬

শেয়ার

জয়ের জন্য ভারতের লক্ষ্য মাত্র ৯৫
ছবি: সংগৃহীত

মঙ্গলবার কানপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৭ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে গেছে। পঞ্চম দিনে এক সেশনও ব্যাট করতে পারেনি টাইগাররা। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য ৯৫ রান।

লাঞ্চের আগের একদম শেষ বলে একাই লড়তে থাকা মুশফিক বুমরাহর বলে বোল্ড হলে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটে। ভারতের পক্ষে জাসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জদেজা প্রত্যেকেই ৩টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি আকাশ দীপ পান।
 
আগের দিনে ২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ শেষ দিনের শুরুতেই আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হকের উইকেট হারায়। এরপর মুশফিক ছাড়া বাকি ব্যাটারদের কেউ ভারতের বোলাদের সামনে সামান্য প্রতিরোধও গড়তে পারেননি। 
 
কানপুর টেস্টের আড়াই দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায় নি। কিন্তু ভারতের আগ্রাসী ব্যাটিং ও অসাধারণ বোলিং তোপে প্রায় ড্র হওয়া ম্যাচটি জিততে যাচ্ছে রোহিত শর্মার দল।
 
 
banner close
banner close