রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আড়াই দিনের টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

আড়াই দিনের টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত
ছবি: সংগৃহীত

কানপুর টেস্ট ইতিহাস গড়ে জিতল ভারত। এর আগে, কানপুরে সর্বোচ্চ রানতাড়ার করে জয়ের রেকর্ড ছিল ৮৩। এবার জয়ের জন্য টিম ইন্ডিয়ার সামনে টার্গেট ছিল মাত্র ৯৫ রানের। হাতে ছিল সব মিলিয়ে দুই সেশন। মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক দল। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল রোহিত শর্মার দল।

ভারতকে এদিন জয় এনে দেন যশস্বী জয়সওয়াল। ভারতের এই তরুণ ব্যাটার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ইনিংসেও। হাঁকিয়েছেন অর্ধশতক। ৪৫ বলে ৮ চার ও ১ ছয়ে ৫১ রান করেন তিনি। এছাড়া রোহিত শর্মা ৮ এবং শুভমান গিল ৬ রান করে মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন। বিরাট কোহলি ৩৭ বলে ৪ চারে ২৯  রানে অপরাজিত থাকেন। ছয় মেরে জয় নিশ্চিত করেন রিশভ পন্ত।

বাংলাদেশের পক্ষে মিরাজ ৪৪ রানে ২ উইকেট এবং তাইজুল বাকি উইকেটটি শিকার করেন।

আগের দিন ২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ ১৪৬ রান তুলতেই অলআউট হয়ে যায়। সাদমান ইসলাম সর্বোচ্চ ৫০ রান করেন।