নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ভালো শুরুর পরেও ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই থামতে হলো বাংলাদেশ দলকে।
নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। শারজায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
উদ্বোধনী জুটিতে ২৬ রানের পর দ্বিতীয় উইকেটে ৪২ রান এলেও বাকি খেলায় আর কোনো বড় জুটি না হওয়ায় মাত্র ১১৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন তিনে নামা সোবহানা মোস্তারি।
উল্লেখ ২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপের অংশ নেয় বাংলাদেশ নারী দল। এরপর চার আসরে অংশ নিলেও পায়নি জয়ের স্বাদ।
এবার সেই জয়খরা মেটানোর পাশাপাশি সেমিফাইনালে খেলার কথা জানান দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আরও পড়ুন: