শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

হেক্সা মিশন পূর্ণ করতে আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১৬:৪৯

শেয়ার

হেক্সা মিশন পূর্ণ করতে আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল
মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। কোলাজ: বাংলা এডিশন

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আগামী রোববার অনুষ্ঠিত হবে ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার সেরা সাফল্য ২০১৬ সালের শিরোপা জয়। পাশাপাশি ২০২১ সালে সর্বশেষ আসরে তারা রানার্সআপ হয়েছিল।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

banner close
banner close